যে দেশে বিয়ে দীর্ঘস্থায়ী হয়!

আমাদের জীবনের সবকিছু পূর্ব থেকেই নির্ধারিত। বিশেষ করে জন্ম-মৃত্যু-বিয়ে সৃষ্টিকর্তার নির্ধারণ করা এমন কিছু বিষয়, যা আমরা পরিবর্তন করতে পারি না। বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন জরীপ পরিচালনা করে। সম্প্রতি সে রকম এক জরীপে কোন কোন দেশে বিবাহ দীর্ঘস্থায়ী থাকে তা নিয়ে আলোচনা করা হয়। আজ আমরা সে তালিকার কথা জানব-

# ইতালি

ইতালিতে নারী কর্মজীবীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী ইতালির মানুষেরা ঘরের কাজ ভাগাভাগি করে করতে পছন্দ করেন না। প্রতিদিন ইতালিয়ান নারীদের নিজের কাজ ছাড়া শুধু ঘরের কাজ করতেই ২০৪ মিনিট সময় অতিবাহিত হয়।

এরকম বৈশিষ্ট্য থাকার পরও ইতালিয়ানদের দাম্পত্য জীবন অনেক দীর্ঘস্থায়ী হয়। ইতালিতে একটি বিয়ের সম্পর্ক গড়ে ১৮ বছর পর্যন্ত স্থায়ী হয়। আবার অন্যান্য দেশের তুলনায় এখানে বিবাহ-বিচ্ছেদের হার ৩০.৭ শতাংশ কম।

# কানাডা

ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী কানাডায় নারী কর্মীর সংখ্যা অনেক বেশী। সেখানে প্রায় ৭৪.৪ শতাংশ নারী পেশাজীবী। এরপরও তাদের ঘরের কাজ অবশ্যই করতে হয়। তারা প্রতিদিন ঘরের কাজের জন্য ১৩৩ মিনিট সময় অতিবাহিত করেন এবং পুরুষেরা ঘরের কাজের জন্য ৮৩ মিনিট অতিবাহিত করেন।

কানাডায় একটি বিয়ের সম্পর্ক গড়ে ১৩.৮ বছর পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু এখানে প্রায় অর্ধেক বিবাহ অর্থাৎ ৪৮ শতাংশ বিবাহ-বিচ্ছেদের শিকার হয়।

# ফ্রান্স

ফ্রান্সে নারী কর্মীর সংখ্যা বেশী। কিন্তু সেখানে ঘরোয়া কাজে একে-অপরকে সাহায্য করে। তারা প্রতিদিন ঘরের কাজে ১৫৮ মিনিট অতিবাহিত করেন, আর পুরুষেরা ঘরের কাজে ৯৮ মিনিট অতিবাহিত করেন, তবুও নারীরা তেমন ভাল স্বীকৃতি পান না। ফ্রান্সের রোমান্টিক স্থানের কারণে এখানে বিবাহ বেশীদিন টিকে থাকে। এখানে গড়ে প্রায় ১৩ বছর বিবাহ টিকে থাকে। আবার এখানে বিবাহ-বিচ্ছদের হার ৫৫ শতাংশ।

আরও পড়ুন: পৃথিবীর সেরা শরীরী আবেদনময়ী নারী!

# আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী শ্রমশক্তি নিয়োগের হার ৬৭.২ শতাংশ। নারীরা ঘরের সিংহভাগ অংশের কাজ নিজেই করে থাকেন। তারা প্রতিদিন ঘরের কাজ করার জন্য ১২৬ মিনিট অতিবাহিত করেন এবং পুরুষেরা ৮২ মিনিট অতিবাহিত করেন।

আমেরিকার মানুষের ধৈর্য অনেক কম থাকে। তাদের গড়ে বিবাহের বয়স ৮.২ বছর পর্যন্ত টিকে। কিন্তু এখানে বিবাহ-বিচ্ছদের হার মাত্র ৪১ শতাংশ।

# অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায়, নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৭০.৫ শতাংশ। তারা ঘরোয়া কাজের প্রতিও অনেক বেশী দায়িত্বশীল। নারীরা ঘরের কাজের জন্য ১৬৮ মিনিট সময় অতিবাহিত করেন, যা পুরুষের তুলনায় ৯৩ মিনিট বেশী।

সিডনি থেকে পাওয়া বৈবাহিক তথ্যের উপর ভিত্তি করে জানা যায়- অস্ট্রেলিয়ায় একটি বিয়ের গড় দৈর্ঘ্য মাত্র ১২.২ বছর। কিন্তু এখানে আরেকটি খারাপ খবর হল জাতীয়ভাবে এখানে ৫টি বিয়ের মধ্যে ২টির বেশী বিবাহ-বিচ্ছেদের শিকার হয়।