তিল ডাঙ্গার মেয়ে শবনম

তিল ডাঙ্গার মেয়ে শবনম ফারিয়া। কোথায় এই গ্রাম চেনেন কেউ? এটা কি রুপকথার কোনো গ্রাম, নাকি বাস্তবের! নাটরে গল্পের গ্রাম তিল ডাঙ্গা। এই গ্রামেই বাস করেন ছোট পর্দার তারকা শবনম ফারিয়া ও অ্যালেন শুভ্র। আসল কথা হলো ‘তিল ডাঙ্গার মেয়ে’ নামের একটি রোমান্টিক নাটকে জুটি বেঁধেছেন এ সময়ের জনপ্রিয় তারকা অ্যালেন শুভ্র ও শবনম ফারিয়া।

দয়াল সাহা রচনা থেকে নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। সম্প্রতি ঢাকার আশপাশের কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে, অ্যালেন শুভ্র গ্রামের বাড়ি বাড়ি ঘুরে মাথার চুল কিনে। এটাই তার পেশা। চুল কিনতে গিয়ে পরিচয় হয় শবনম ফারিয়ার সঙ্গে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ফারিয়ার পরিবার সামান্য চুল ক্রেতার সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয় না। একসময় তারা বাড়ি থেকে পালিয়ে যান। এর পর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। নাটকটিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, রিনা রহমান, সানজিদা খাতুন প্রমুখ। নির্মাতা জানান, শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আই-এ প্রচার হবে ‘তিল ডাঙ্গার মেয়ে’।