লোক নাট্যদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল’ (বনানী) গত ৬ ও ৭ জুলাই নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করলো দলের প্রতিষ্ঠার ৩৭ বছর। ১৯৮১ সালের ৬ জুলাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত একদল স্বপ্নদর্শী নতুনের আহ্বানে লোক নাট্যদল যাত্রা শুরু করে। জন্মলগ্ন থেকেই লোক নাট্যদল সুস্থ, সুন্দর ও জীবন ঘনিষ্ঠ নাট্য মঞ্চায়নের মাধ্যমে এদেশের নাট্যদর্শকদের হূদয়ে স্থায়ী আসন করে নেয়। তিনযুগেরও অধিক সময়ে পথচলা লোক নাট্যদল এ পর্যন্ত ৩০টিরও বেশি নাটক মঞ্চে এনেছে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’।

এছাড়া অন্ধ নগরীর চৌপাট রাজা, মিড সামার নাইটস ড্রিম, পদ্মা নদীর মাঝি, সোনাই মাধব, তপস্বী ও তরঙ্গিনী, সিদ্ধিদাতা, মাঝরাতের মানুষেরা, তুষাগ্নি, মরা, বশীকরণ, বৈকুণ্ঠের খাতা, সুনাগরিকের সন্ধানে, পরগাছা ইত্যাদি বহুমাত্রিক নাটক মঞ্চায়ন করেছে দলটি। বিভিন্ন সময়ে মানবতার সহায়তায় নাটক মঞ্চায়ন করে অবদান রেখে চলছে লোক নাট্যদল। দু-দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন ৬ জুলাই মহিলা সমিতি মিলনায়তনে দলের সদস্য শুভাকাঙ্ক্ষি ও দর্শকদের উপস্থিতিতে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও কোলাজ অভিনয়ের মাধ্যমে দলের সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। শেষে র্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে প্রথমদিনের সম্মিলনীর পরিসমাপ্তি ঘটে। কর্মসূচির দ্বিতীয় দিন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ব্যাপক দর্শক উপস্থিতিতে দলের অন্যতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও কামরুন নূর চৌধূরী নির্দেশিত নাটক ‘বৈকুণ্ঠের খাতা’ মঞ্চায়িত হয়। দু-দিনের অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন উপস্থিত থেকে দলের সদস্যদের অভিন্দন জানান।

অনুষ্ঠানে লোক নাট্যদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে সকল নাট্যদর্শক, নাট্যকর্মী, সহযোদ্ধা নাট্য সংগঠন ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে দলের নাটকসমূহে বিপুলসংখ্যক দর্শকের অংশগ্রহণ ও সহযোগীতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে লোক নাট্যদল।