রাত্রির যাত্রী নিয়ে আশাবাদী মৌসুমী

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী ও আনিসুর রহমান মিলনের ‘রাত্রির যাত্রী’। ছবিটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

এ ছবি নিয়ে বেশ আশাবাদী মৌসুমী, ছবির গল্পটি ভিন্ন ধরনের। গল্পের শুরুটা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা একটি মেয়ের আগমনের মাধ্যমে। আর সেই মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। ছবিতে আমি, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামানসহ অনেকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। আর এ কারণেই ছবিটি নিয়ে আমি আশাবাদী।

নির্মাতা বলেন, ‘রাত্রির যাত্রী’ সিনেমাটির কাজ একটু সময় নিয়েই করলাম। সিনেমাটির গল্প দারুণ। সবার সহযোগিতায় নির্মাণ কাজ ভালো হয়েছে। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছেন। ঈদের পর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’

গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র হাতে পান নির্মাতা। ‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল প্রমুখ। নির্মাতা জানান, গত রোববার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন তিনি।

এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সম্রাট। সিনেমাটির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম।