আজব কাণ্ডই বটে! এখানকার মেয়েদের বিলাসি স্টাইল স্টেটমেন্ট ‘পোকার গয়না’। জ্যান্ত গুবরে পোকার গায়ে মণি-মুক্তা আঠা দিয়ে বসিয়ে সেই পোকাকেই অলংকার করেছেন তারা। সুন্দরীদের সাজের এই জ্যান্ত গয়নার দাম দশ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আটশো ৪০ টাকা।
সোনা-রূপা-হীরে-প্ল্যাটিনাম– কোনটাতেই যেন মেয়েদের মন ভরে না। শেষে কি না পোকা? ভাবনটা অদ্ভুত, সৃষ্টি তো বটেই!
রঙিন পিন, ব্রোচ এ সব তো সবসময়ই ‘ইন ফ্যাশন’। মেক্সিকোর মেয়েরা আবার এই গয়নাতেই এক ধাপ এগিয়ে। বলা হয় এগুলি ‘লাইভ জুয়েলারি’।
দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোয় পাওয়া যায় এই ধরনের গুবরে পোকা। এদের গায়ে একটি করে চেন লাগিয়ে দেওয়া হয়, যাতে সেগুলি পিন করার পর সেই জায়গাতেই ঘোরাঘুরি করে। পোকাগুলির আয়ু সাধারণত চার বছর। কিন্তু গয়না হয়ে যাওয়ার পর যত্নের অভাবে কয়েক মাস পরেই মরে যায়। মণিমুক্তো খচিত পোকা বেঁচে থাকা পর্যন্তই তার বিশেষত্ব।
প্রায় আশির দশকে মেক্সিকোতেই প্রথম এর জনপ্রিয়তা তৈরি হয়েছিল। স্পার্কলিং পোকা দেখে অবাক হতেন পর্যটকরা। এর তৈরি হওয়া নিয়ে নানা গল্প-গাঁথাও রয়েছে।