এক রাতে প্রায় তিন ঘণ্টা ধরে একটি ঘরে অদ্ভূত আলো ঘোরাঘুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের জলপাইগুড়ি শহরের শিশিরতলার টোটো শো রুমের সিসিটিভি ফুটেজে এ চিত্র উঠে আসে। এদিকে বিষয়টি নজরে আসতেই ভয়ে কাঁপতে শুরু করে গোটা এলাকা৷
বাড়ির সামনে রয়েছে টোটোর শোরুম। নিয়ম করে রাত আটটার পর শাটার বন্ধ হয় শোরুমের৷ সেই বন্ধ ঘরেই টানা প্রায় তিন ঘণ্টা ঘোরে আলোর বৃত্ত। কখনও সেটি আকারে ছোট কখনও আবার আগুনের গোলার মতো এসে বসছে চেয়ারে। আবার কখনো টেবিলের চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে আলোটিকে। তবে বিষয়টি কী সেই বিষয়ে শঙ্কায় এলাকার বাসিন্দারাই৷ খবর পেয়ে সেই আলোর বৃত্ত দেখতে ভিড় জমান বহু মানুষ৷
শোরুম মালিক প্রদীপ সাহা বলেন, এরকম অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি৷ আলো নিভে গেলে ঘুটঘুটে অন্ধকার থাকে শোরুম৷ নজরদারির জন্য লাগানো নাইট ভিশন সিসিটিভি ক্যামেরাগুলিই শুধু কাজ করে৷ তাতেই ধরা পড়েছে বিচিত্র এই আলোর খেলা৷ কোথা থেকে এই আলো আসছে বুঝতে পারছেন না কেউ৷ তবে সাহা পরিবারের একাংশ এই ঘটনাকে ব্যাখ্যা করছেন দৈব আলো বলে৷