যে সব স্বপ্ন দেখলে মৃত্যু খুব শীঘ্রই ঘনিয়ে আসে

মানুষের মৃত্যু নিশ্চিত, এ এক ধ্রুব সত্য৷ এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন যেতে হবে প্রত্যেককে৷ তবে কবে সেই সময় এসে আপনার দরজায় টোকা দেবে তা বোঝা অসম্ভব৷ তবে পৌরাণিক লেখা থেকে জানা যায় মহেশ্বর এমন কিছু সংকেতের কথা উল্লেখ করে গিয়েছেন যা ভাবি মৃত্যুর খবর দিতে পারে! ব্যক্তি বুঝতে পারে কবে তার সময় আসন্ন৷ যেমন- চাঁদকে টুকরো হয়ে যেতে দেখা, নিজের শরীর থেকে অদ্ভুত গন্ধ পাওয়া, কেউ আপনার সঙ্গে সঙ্গে রয়েছে বলে মনে হওয়া, আগুনের রং বদলে যেতে দেখা, এসবই আত্মাকে শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে এমনই ইঙ্গিত দেয়৷

ভগবান শিব মৃত্যুপূর্বাভাসের কথা বলেছিলেন কিন্তু বাল্মিকী রামায়ণ অনুযায়ী, এমন কিছু স্বপ্নের কথা বলা হয়েছে যা আপনার কাছের কোনও মানুষের দিন ঘনিয়ে আসার কথা বলে৷ তেমনই কিছু পূর্বাভাসে চোখ বুলিয়ে নিন একফাঁকে-

বাল্মিকী রামায়ণ অনুযায়ী, রাজা দশরথের মৃত্যুর একদিন আগে, তার পুত্র ভরত স্বপ্নে তার বাবার চারপাশে কালো পোশাক পরিহিত মহিলাদের ঘোরাঘুরি করতে দেখেন৷এমনকি ফুলের মালা পরিহিত অবস্থাতেও তিনি তার বাবাকে স্বপ্নে দেখেন৷

১) রাম-রাবণের যুদ্ধের আগে ত্রিজটা নামের এক রাক্ষসী তাঁর স্বপ্নে রাবণের মৃত্যু দেখেছিল৷ ত্রিজটা স্বয়ং সীতাকে বলেছিল রাবণের মৃত্যু কিভাবে হবে৷
২) যদি আপনি কোথাও যাওয়ার জন্য ব্যাগ প্যাক করার স্বপ্ন দেখেন তাহলে বেশ কিছুদিন বাইরে না যাওয়ায় ভালো, কারণ এই স্বপ্ন নাকি মৃত্যুর পূর্বাভাস৷
৩) যদি স্বপ্নে আপনি আপনার কোনও অঙ্গের ক্ষতি নিজেই করছেন বা অন্য কেউ আপনার অঙ্গহানি করছে দেখেন, তার মানে আপনার কাছের কোনও মানুষের ক্ষতি আসন্ন৷
৪) আবার যদি দেখেন আপনি গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছেন বা তেল মালিশ করছেন নিজের তাও কিন্তু আপনার মৃত্যুর ইঙ্গিত দেয়৷
৫) স্বপ্নে যদি দেখেন আপনি নাচ-গান করছেবন তাহলে তা আপনার হত্যার পূর্বাভাস৷

৬) যদি কোনও স্ত্রী পরপুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্তু হওয়ার স্বপ্ন বা শুকিয়ে যাওয়া ফুলের মালা পরার স্বপ্ন দেখেন, তাও কিন্তু মৃত্যুরই সংকেত৷

৭) স্বপ্নে গাছ থেকে পড়ে যাওয়াও কিন্তু মৃত্যুরই ইঙ্গিত৷
৮) কোনও স্ত্রী যদি নিজের চুল সাদা হয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে তা তার স্বামীর মৃত্যুর ইঙ্গিত৷
৯) কালো পোশাক পরে ঘোড়ায় চড়ার স্বপ্ন দেখেছেন কি, তাহলে কিন্তু তা আপনার মৃত্যুর পূর্বাভাস৷
১০) আবার যদি ইষ্টদেবতার ছবি জ্বলতে দেখেন তাও কিন্তু নেতিবাচক ইঙ্গিত দেয়৷
১১) স্বপ্নে নিজেকে তবলা বাজাতে দেখা অথবা মাথা ন্যাড়া করতে দেখতে পাওয়াও কিন্তু মৃত্যুরই পূর্বাভাস বাল্মিকী রামায়ণের মতে৷