সুবর্ণা ইসলাম হুট করে এত ভালো একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে দিবেন পরিবারের কেউ ভাবতেও পারেননি। তিন বছরে কোম্পানিতে ভালো সুনাম কুড়িয়েছেন। এবার তিনি নিজের জন্য কিছু করবেন সেই স্বপ্ন দেখছিলেন। তারপর শুরু করেন অনলাইন ভিত্তিক নারীদের প্রসাধন সামগ্রীর ব্যবসা। ২০১৫ সালে যখন দেশ-বিদেশ থেকে অনেক পণ্য সংগ্রহ করে ব্যবসা শুরু করেন তখন খুব একটা জনপ্রিয় ছিল না। এখন তিনি মোটামুটি একজন সফল উদ্যোক্তা।
ইউরোপ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের নামকরা প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা মাইশা রাব্বানী শুরু করেন মুজে অ্যান্ড জাঙ্ক স্টুডিও নামে অনলাইন শপ। সম্পৃক্তা শফিক হূদি পড়াশোনা শেষে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান ফুটলুজ। সুবর্ণা, মাইশা আর হূদির মতো দেশের অনেক নারীই অনলাইনভিত্তিক ব্যবসায় সফল। এসব উদ্যোক্তা নারীদের একই প্লাটফর্মে এনে তাদের ব্যবসাকে আরো সম্প্রসারণের চেষ্টা করেন হোমমেইড অনলাইন ফুড মার্কেট প্লেস কুকআপসের সিইও নামিরা হোসেন। সেই চিন্তা থেকে গত বছর থেকে চালু করেন অনলাইন নারী উদ্যোক্তাদের জন্য ভিম প্রেজেন্টস কুকআপস নাইট বাজার।
নাইট বাজার ধারণাটি মূলত মধ্যপ্রাচ্যের। বাংলাদেশের বিভিন্ন মেলার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে রমজান মাসের রাতে বসে রাতের বাজার। যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণ করা হয়। রাতের বাজারে ক্রেতাদের জন্য থাকে বিভিন্ন রকমের গিফট, মূল্যছাড় ও আকর্ষণীয় আয়োজন। এই রাতের বাজারের আইডিয়া ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলেও এখন খুব জনপ্রিয়। গত বছর থেকে দেশের সর্ববৃহত্ ডিশওয়্যাশ ব্র্যান্ড ভিম (ইউনিলিভার বাংলাদেশ) ও হোমমেইড অনলাইন ফুড মার্কেটপ্লেস কুকআপস এ রকম আয়োজন শুরু করেছে আমাদের দেশে।
আয়োজনের উদ্যোক্তা নামিরা হোসেন জানান, ‘মধ্যপ্রাচ্যের রাতের বাজারের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা গত বছর থেকে এ আয়োজন করছি। গৃহিণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের স্বপ্নপূরণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান তৈরি করতে সহযোগিতা করার এই প্রচেষ্টায় ভিমকে অংশীদার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে কুকআপসে নিবন্ধিতদের রান্না করা মজাদার খাবারের পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, গহনা, ঘর সাজানোর জিনিসপত্রসহ আকর্ষণীয় পণ্য সামগ্রী তুলে ধরা হয়েছে।’
নাইট বাজার ঘুরে দেখতে এসেছিলেন ধানমন্ডির গৃহিণী শারমিন রূপা। তিনি বলেন, ‘এই আয়োজনটি আসলেই খুব চমত্কার। আমি দু’ বছর আগে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এরকম আয়োজন দেখেছিলাম। সেখানে রমজান মাসজুড়ে এই উত্সব হয়। বাংলাদেশে এরকম উদ্যোগ এটাই। এরকম একটি উদ্যোগের ফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে আরও বিশ্বস্ততার সম্পর্ক গড়ে উঠবে বলে আমি মনে করি।’
বিভিন্ন রকমের হোমমেইড খাবারের পাশাপাশি র্যাফেল ড্র এবং ভিমের ছবি আঁকা ও প্লেট ধোয়া দুটো প্রতিযোগিতা দর্শনার্থীদের খুব আকৃষ্ট করে। ভিম দিয়ে প্লেট ধুয়ে একহাজার টাকার গিফট ভাউচার জেতেন অনেকেই।
নাইট বাজারে ফুটলুজ বিডি, সোপারস্টার, অরণ্য, মুচি, মুজে, স্টেভ ক্লদিং, লংস্প্রিং, হুলো ক্রাফট, ক্রাফ্টজ, পারমিডাডটকম, শস্যপ্রবর্তনা, খাস ফুড, হোম জাঙ্কশন, বি’স ক্লোসেট, দ্য এ্যাটায়ার এ্যাফেয়ার, ম্যাকু, কাজলী কণ্ঠ, জাঙ্ক আর্ট, বুক মাই লুক, বাংলা হাট, কুকআপসসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজক ভিমের ব্র্যান্ড ম্যানেজার নুসরাত খন্দকার বলেন, ‘আমাদের দেশের নারীদের দিনের একটা উল্লেখযোগ্য সময় (১ ঘণ্টা ৪৫ মিনিট) থালা-বাসন ধোয়ার কাজে ব্যয় হয়। ছাই ও সাবান ব্যবহারের কারণে এই সময়টা আরও বেশি লাগে, যা ভিম লিকুইড ব্যবহার করলে কমে যায়।’