জেলে বসে সুখবর পেলেন খালেদা জিয়া!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই দিন ধার্য করে আদালত।

বকশীবাজার জজ আদালত থেকে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

আজ মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা ছিল। তবে খালেদা জিয়া কে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কিন্তু কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। যেহেতু খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হয়েছে, সেহেতু আইনজীবীরা তার জামিন বাড়ানোর আবেদন করেন।

মামলাটি ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুদক।