বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যাওয়া সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাজধানীর স্কয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টায় মন্ত্রীর অপারেশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়েছে।’
মন্ত্রী সকলের দোয়া কামনা করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।
গত ৫ জুলাই ভোরে হাঁটার সময় মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনের রাস্তায় পিছলে পড়ে বাম পায়ের হাড় ভেঙে যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। আহত মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।