নওগাঁয় জাল নোটসহ আটক ১

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট থেকে আজ সকালে জালনোটসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। আটক জাহাঙ্গীর আলম রাজশাহী জেলার দুর্গাপুর সাহেবার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাবুব আলম জানান, সকালে ফেরিঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার কাছে ৪২ হাজার টাকার জালনোট পাওয়া যায়। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।