টাঙ্গাইলে বসত বাড়িতে ৫৬টি গোখরা সাপ !অতঃপর..

চলছে বর্ষাকাল চারদিকে পানি।নদী,খাল বিল পানিতে টই টম্বুর। বর্ষাকালে চারদিকে পানির জন্য সপারে বসবাসের সমস্যা হয় । তারা থাকতে চায় শুকনো জায়গায় তার ফলে চলে আসে মানুষের বসতবাড়িতে।এমনি একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে জানা গেছে।
টাঙ্গাইলের সখীপুরে বসত ঘর থেকে ৫৬টি জীবন্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সাপের বাচ্চাগুলো ঘরের মাচার নীচ থেকে বেড় করে আনা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে আওয়াল মিয়া ও তার পরিবারের লোকজন রাতের খাবার খাচ্ছিলেন। এসময় ঘরের ভেতর অদ্ভুত আওয়াজ শুনতে পান। টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরে খোঁজাখুজির এক পর্যায়ে মাচার নীচে বড় একটি গোখরা সাপ দেখতে পান তারা।

মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তের ভেতর লুকিয়ে পড়ে। পরে সকালে স্থানীয় লোকজন ঘরের মেঝে খুড়ে বড় সাপ উদ্ধার করতে না পারলেও ৫৬টি জীবন্ত সাপের বাচ্চা উদ্ধার করেন।

এমন আশ্চর্য ঘটনার ব্যাপারে বাড়ির মালিক আওয়াল মিয়া বলেন, সম্পূর্ন ঘর খুড়েও বড় সাপটি উদ্ধার করতে পারিনি। আতঙ্কে বাড়ি ছেড়ে পাশের বাড়িতে অবস্থান করছি।জানি না কি হয় এতগুলো বাচ্চা সাপ মেরে ফেলেছি বড় সাপটি অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে।