ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসায় একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মনির খান (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার রাতে আখাউড়া পৌরশহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মনির খান আখাউড়া দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা আবুল বাশার ওরফে বাঙালি টিটির ছেলে।
স্থানীয়রা জানান, রাতে আখাউড়া পৌরশহরের দক্ষিণ রেলওয়ে কলোনিতে এক কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে মনির। এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মনির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা মনির খানকে আটক করে থানায় নিয়ে যান।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার যুগান্তরকে বলেন, ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মনির খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।