নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : আমাদের দেশে অনেক ইন্স্যুরেন্স আছে, ইসলামী নামে ইন্স্যুরেন্সে করা। এদের এখানে কিছু অপশন আছে। তার মধ্যে একটা অপশন আছে হজের জন্য। প্রতিবছরই কিছু টাকা, যেমন : ১০ বছর বা পাঁচ বছর মেয়াদে জমা করে যে টাকাটা পাওয়া যাবে, সেটা দিয়ে হজ করা যাবে কি না?
উত্তর : যদি সেটা সুদভিত্তিক না হয়ে থাকে, তাহলে জায়েজ হবে। কিন্তু সুদভিত্তিক কি না, সেটি আগে নিশ্চিত হতে হবে তারা কিসের ভিত্তিতে আপনাকে মুনাফা দিচ্ছে। যদি সেই মুনাফাটা সুদভিত্তিক হয় এবং সুদি লেনদেন হয়ে থাকে, তাহলে সেটা যতই আপনাকে শরিয়ার বক্তব্য দিক, এটা আপনার জন্য জায়েজ নেই। আপনি গ্রহণ করতে পারবেন না।