যে কারণে মেসির বাসার ওপর দিয়ে বিমান যাওয়া নিষেধ!

সম্প্রতি তারা চেয়েছিল বার্সেলোনা বিমান বন্দরে নতুন একটি টার্মিনাল তৈরি করতে। কিন্তু সেই টার্মিনাল তৈরি করতে গিয়ে তারা পরেছে বিপাকে।

নতুন এই টার্মিনাল তৈরি করা হলে বিমানগুলো মেসির বাসার ওপর দিয়ে যাওয়া-আসা করবে। মেসি সেখানে বাস করেন সেই এলাকাটি (গাভা) মূলত পরিবেশগতভাবে সংরক্ষিত এলাকা। সে কারণে ভিউলিং এয়ারলাইন্সকে নতুন টার্মিনাল

নির্মাণে অনুমতি দেওয়া হয়নি। বার্সেলোনা বিমান বন্দর থেকে মেসি যেখানে থাকেন (গাভা) সেটার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তারপরও সেটি সংরক্ষিত এলাকা হওয়ায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আর এই নিষেধাজ্ঞার জন্য ভিউলিং এয়ারলাইন্সের প্রেসিডেন্ট দোষারোপ করছেন লিওনেল মেসিকে।

অনুমতি না পেয়ে বেশ ক্ষীপ্ত হয়েছেন ভিউলিং এয়ারলাইন্সের প্রেসিডেন্ট জাভিয়ের সানচেজ-প্রিয়েতো। তিনি বলেন, ‘বিমান বন্দরের রানওয়েও সীমিত। এটা বাড়ানো যাবে না। কারণ, মেসি যেখানে বাস করে তার ওপর দিয়ে আপনি যেতে পারবেন না। আমার মনে হয় পৃথিবীর আর কোথাও এমনটি হয়নি।’