বাংলাদেশের মঞ্চে প্রথমবার বিশ্বখ্যাত বনি এম

বিশ্বখ্যাত ব্যান্ডদল বনি এম প্রথমবারের মতো ঢাকায় আসছে। সত্তর দশকের সাড়াজাগানো এই ব্যান্ডদলটি প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরে আসছে। আগামী ১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই সাড়া জাগানো কনসার্টটি। এদেশের প্রায় ৩ প্রজন্মের প্রিয় ব্যান্ডদল বনি এম। আয়োজক সংস্থা ক্রেইন্স এর প্রধান রাবেথ খান বলেন, ‘এদেশে অনেক কিছুরই প্রথম দেখিয়েছে আমার প্রতিষ্ঠান। ব্যাক্তিগতভাবে আমি নিজেও বনি এমের ভক্ত। অগনিত তরুনের বেড়ে ওঠার ছন্দ তৈরি করেছে এই প্রখ্যাত ব্যান্ডদল। আমি মনে করি এদেশের প্রকৃত সঙ্গীত পিপাসুদের জন্য এক অনন্য সন্ধ্যা আমরা উপহার দিতে পারবো।’

এ পর্যন্ত বনি এম আটটি গানের অ্যালবাম রিলিজ হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশ পায় ১৯৭৬ সালে। বিশ্বখ্যাত ব্যান্ড লাইনআপে বর্তমানে ৪জন সদস্যদের ৩ জনই নারী। ১২ জুলাই ঢাকা এসে কয়েকটি গণমাধ্যমের সেশনে অংশ নিয়ে পরদিন তারা কনসার্টে অংশ নেবে। কনসার্টটির টিভি পার্টনার একাত্তর টেলিভিশন।