যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬

আজীবন সম্মাননা :ববিতা ও ফারুক (যৌথভাবে)

শ্রেষ্ঠ চলচ্চিত্র :অজ্ঞাতনামা

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : জন্মসাথী

শ্রেষ্ঠ পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র : চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র : যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা : আলীরাজ ও ফজলুর রহমান বাবু (যৌথভাবে )

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ) শ্রেষ্ঠ খল অভিনেতা : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)

শ্রেষ্ঠ শিশুশিল্পী : আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ গায়ক : ওয়াকিল আহমেদ (দর্পণ বিসর্জন)

শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন (কৃষ্ণপক্ষ)

শ্রেষ্ঠ গীতিকার :গাজী মাজহারুল আনোয়ার (মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (বিধিরে ও বিধি)

শ্রেষ্ঠ কাহিনিকার : তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)

শ্রেষ্ঠ সংলাপ: রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : অনম বিশ্বাস ও গাউসুল আলম
শ্রেষ্ঠ সম্পাদক : ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক : উত্তম গুহ (শঙ্খচিল)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : রাশেদ জামান (আয়নাবাজি)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক :রিপন নাথ (আয়নাবাজি)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)

শ্রেষ্ঠ মেকাপম্যান : মানিক (আন্ডার কনস্ট্রাকশন)

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান নুসরাত ইমরোজ তিশা। অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতে নেন এই অভিনেত্রী। পুরস্কারের অনুভূতি প্রসঙ্গে তিশা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি অবশ্যই অন্য পুরস্কারগুলোর চেয়ে ভিন্ন। কাজের স্বীকৃতি সবসময় দায়িত্ব বাড়িয়ে দেয়। চেষ্টা করবো সামনে আরো ভালো কাজ উপহার দিতে।’

০০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেওয়ার অনুভুতি অবশ্যই অন্য পুরস্কারগুলোর চেয়ে ভিন্ন। কাজের স্বীকৃতি সবসময় দায়িত্ব বাড়িয়ে দেয়। চেষ্টা করবো সামনে আরো ভালো কাজ উপহার দিতে।

—নুসরতা ইমরোজ তিশা

‘শঙ্খচিল’ ছবিতে কুসুম শিকদারের অভিনয় দেখে তখনই অনেকে ধারণা করেছিলেন এই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়তো উঠবে তার হাতে। সেই ধারণা সত্যি হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। কুসুম বলেন, ‘এটি অন্যরকম এক অনুভুতি। পুরো ছবির টিমকে পুরস্কারটি উত্সর্গ করছি। ছবিতে সবাই বেশ পরিশ্রম করে নির্মাণ করেছেন। আরো ভালো অভিনয়ের অনুপ্রেরণা এই পুরস্কারটি।’

০০০

এটি অন্যরকম এক অনুভূতি। পুরো ছবির টিমকে পুরস্কারটি উত্সর্গ করছি। ছবিতে সবাই বেশ পরিশ্রম করে নির্মাণ করেছেন। আরো ভালো অভিনয়ের অনুপ্রেরণা এই পুরস্কারটি।

— কুসুম শিকদার