ডেসটিনির পরিচালক মেসবাহ উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডাদেশ

সম্পদের হিসাব জমা না দেয়ার সংক্রান্ত দুর্নীতির মামলায় ডেসটিনির পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ-৭ এর বিচারক শহীদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও আনাদয়ে আর তিন মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আসামি পলাতক ছিলেন। তাই সোমবার আসামিকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করা হয়।