কিংবদন্তি রফিকউজ্জামানের কথায় আসছে দেশের গান

উপমহাদেশের জনপ্রিয় গীতিকবি, জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকউজ্জামান। তাঁর অসংখ্য শুদ্ধ বাংলা গীতিকবিতা বাংলা সঙ্গীত ভান্ডারকে করেছে সমৃদ্ধ। বর্তমান তরুন সমাজকে শুদ্ধ বাংলা গান রচনায় সর্বদা উৎসাহ দিয়ে আসছেন। এজন্য তরুন গীতিকবিদের কাছে তিনি শ্রদ্ধাভাজন ,সম্মানিত এবং ভালবাসার মানুষ।

তিনি এই তরুন সমাজকে শুদ্ধতার সাথে গান লিখার জন্য তাঁর পরিচালনায় করা হয়েছে ‘বাংলাগান রচনা কৌশল ও শুদ্ধতা’ নামে একটি গ্রুপ।
জীবন্ত এই কিংবদন্তির কথায় আসছে নতুন একটি দেশের গান।

মায়ের মুখের স্নেহের ভাষা বাংলা।/ কোটি প্রানের স্বপ্ন আশা বাংলা।/ সে পথ ধরেই স্বাধীন স্বদেশ – বাংলাদেশ। /দৃপ্ত অসীম সাহসের দেশ – বাংলাদেশ ।

এমন সুন্দর কথা দিয়ে সাজানো গানটি গাইবেন পল এলড্রিন ও জাকিয়া সুলতানা মিতু। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। গানটিতে সহশিল্পী হিসেবে আরো থাকবে ইভান ইভু ও অয়ন চাকলাদার।

গানটি নিয়ে পল এলড্রিন বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমার গাওয়া দেশের গানটি উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী মোহাম্মদ রফিকউজ্জামানের। আমি ও আমার মতো সহস্রাধিক তরুন যার ভালবাসায় সিক্ত। বলতে পারি আমার একটা স্বপ্ন পূরণ।

ভালবেসে মোহাম্মদ রফিকউজ্জামান স্যারকে আমরা দাদু বলি। আমি দাদুকে আমার ইচ্ছার কথা বলতেই দাদু ভালবেসে আমাকে গানটি দিলেন। আমিও ভালবাসায় সিক্ত হৃদয়ে গানটি ভাল করার চেষ্টা করতেছি। আশা গানটি শ্রোতাদের ভাল লাগবে।”

গানের ব্যস্ততা নিয়ে পল আরো বলেন, “আমার একক ভাবে সালমা মুনের কথায় মা নিয়ে একটি গান, এবং সুমন বিশ্বাস এর কথায় বন্ধু নিয়ে একটি গানের কাজ ইতিমধ্যে শেষ হবার পথে।”