এবার মধুবালার বায়োপিক

মধুবালা (মুমতাজ জাহান বেগম দেহলভী) ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লিজেন্ডারি অভিনেত্রী। মাত্র ৩৬ বছরের জীবন ছিল তাঁর আর অল্প সময়ের ক্যারিয়ারে তিনি যা করে গেছেন, তা তাঁকে ভারতের সিনেমার একজন লিজেন্ডে পরিণত করেছে। তাঁকে বলা হয়ে থাকে ভারতীয় সিনেমার স্বর্ণ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। আর মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দী পর আবারও সংবাদ শিরোনাম হলেন তিনি।

আর এর কারণ হলো, তাঁকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি বায়োপিক।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট বোন মাধুর ব্রিজ ভূষণ।

তিনি এ প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, আমার বোনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করতে যাচ্ছি। খুব শিগগিরই এর কাজ শুরু হবে এবং আমার কতিপয় ভালো বন্ধু এটি প্রযোজনা করবেন। সবার প্রতি বিনীত অনুরোধ; এই ঘোষণার পর কেউ আর আমার বোন বা তাঁর জীবনের কোনো বিষয়ের ওপর ভিত্তি করে কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না।

গত বছর মাদাম তুসো জাদুঘরে মধুবালাকে নিয়ে নির্মিত একটি মোমের মূর্তি উদ্বোধন হওয়ার পর থেকেই বায়োপিক নিয়ে ভাবছেন মাধুর। আর এ কারণেই অনেকের অনেক অনুরোধ থাকা সত্ত্বেও কাউকে তিনি মধুবালাকে নিয়ে বায়োপিক নির্মাণের অনুমতি দেননি।

তবে বায়োপিকের নাম ও কাস্টের বিষয়ে কিছু বলেননি তিনি।

অসাধারণ কিছু ছবির জন্য মৃত্যুর প্রায় ৫০ বছর পরও স্মরণীয় হয়ে আছেন মধুবালা। মুঘল-ই-আজম, দুলারি, মহল, হাওড়া ব্রিজ, কালা পানি, দো উস্তাদ, অমর ইত্যাদি।

একটি সূত্র জানায়, মাধুর নিজে বায়োপিকটি পরিচালনা করবেন না। তবে বলিউডের টপ-ট্যালেন্টরা এর সাথে জড়িত থাকবেন বলে মনে করা হচ্ছে।