‘আমি এখনো হারিয়ে যাই নি’

চিত্রনায়িকা আঁচলকে অনেকদিন ধরেই মিডিয়ার কোনো অনুষ্ঠানে তেমন দেখা যায় না। শুটিংয়ের বাইরে তিনি খুব একটা বের হন না। সমালোচকদের মুখে শোনা যায়, আঁচল আর কাজ করবেন না। তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে হারিয়ে গেছেন। কিন্তু এ বিষয়ে আঁচল বললেন ভিন্ন কথা। তিনি মানবজমিনকে বলেন, আমি এখনো হারিয়ে যাই নি।
আমি কাজ কম করছি। কারণ যেসব ছবির প্রস্তাব আমার কাছে আসে সেগুলো ব্যাটে-বলে মিলছে না। তাই নতুন কাজ করা হচ্ছে না। আমার অভিনীত ‘দাগ’ ছবিটি এবার কোরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তারেক শিকদার পরিচালিত এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে বিদ্যা সিনহা মিম ও বাপ্পি চৌধুরী রয়েছেন। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন আঁচল। এরপর ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি মুক্তি পায় তার। শাকিব খান, ইমন, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে এসব ছবিতে অভিনয় করেছেন তিনি। টানা কাজ করা থেকে হঠাৎ সরে যাওয়ার কারণ কি ? শুধুই কি ভালো ছবিতে কাজের অভাব না অন্য কোনো কারণ আছে? এ বিষয়ে জানতে চাইলে আঁচল বলেন, অন্য কোনো কারণ নেই। চলচ্চিত্রের অবস্থা খারাপ ও মানসম্মত কাজের প্রস্তাব না পেয়ে চলচ্চিত্র থেকে দূরে আছি। আর শুটিং ছাড়া বাইরের কোনো অনুষ্ঠানে তেমন যাওয়া হয় না। এছাড়া এখন মাও অনেক অসুস্থ। তার দেখাশুনা করতে হয়। মাঝে মার চিকিৎসার জন্য ভারতেও নিয়ে গিয়েছিলাম। তবে সামনে নতুন একটি ছবির কাজ শুরু করব। এজন্য ফিটনেসটাও জরুরী। আশা করি, নতুন ছবিটি চুড়ান্ত হলে এ বছরই কাজ শুরু করব। আঁচল সর্বশেষ ২০১৭ সালের শুরুর দিকে ‘এক কোটি টাকা’ ছবিতে অভিনয় করেন। ছটকু আহমেদ পরিচালিত এই ছবির কাজ দীর্ঘদিন ধরে থেমে আছে। এছাড়া আঁচল অভিনীত ‘দাগ’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। তারেক শিকদার পরিচালিত এ ছবির গল্পটি কি ধরনের জানতে চাইলে আঁচল বলেন, ছবিতে আমার চরিত্রের নাম নাবিলা। ভালোবাসার মানুষকে ঘিরে দুই সৎ বোনের কাহিনী রয়েছে এ ছবিতে। এতে আমাকে একটু গুন্ডা প্রকৃতির মেয়ে রূপে দেখা যাবে। আর এ ছবিতে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম আপু। বেশ ভালো হয়েছে কাজটি। আরো কিছু দৃৃশ্যের শুটিং বাকি রয়েছে আমার। ‘দাগ’ ছবির গল্প লিখেছেন কামাল আহমেদ এবং সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান। আর এ ছবিতে আমার ও মিম আপুর বিপরীতে কাজ করছেন নায়ক বাপ্পি চৌধুরী। ছবিটির শুটিং, ডাবিং ও সম্পাদনার সব কাজ শেষ। খুব শিগগিরই সেন্সরে যাবে এবং আসছে কোরবানি ঈদে এটি মুক্তি পাবে বলে আশা করছি।