রাজধানীতে কীটনাশক পানে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় তেলাপোকা তাড়ানোর ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফারিয়া আক্তার (৩)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার পানিহালা গ্রামে। তার বাবা সেকান্দার আলী পেশায় প্রাইভেটকার চালক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। গোড়ানে তারা একটি বাসায় ভাড়া থাকতো। আজ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ফারিয়ার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির বাবা সেকান্দার আলী জানান, বাসায় ঈদুর-তেলাপোকা মারার কীটনাশক ছিল। বেলা ১১টার দিকে আচার মনে করে শিশুটি তা খেয়ে ফেলে। পরে তারা দুপুর পৌনে ১২টার দিকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।