হাসপাতাল যেখানে মানুষ যায় তার রোগকে আরোগ্য করতে। যেখানে ডাক্তাররা চিকিৎসা দিয়ে সুস্থ করে তলেন একজন রোগীকে। কিন্তু সেই হাসপাতালে যদি রোগীরা অভেলায় পড়ে থাকে আর চিকিৎসা না পায় তাহলে প্রশ্নবিদ্ধ করতে হয় আমাদের সমাজ ব্যবস্থাকে।
অদক্ষ জনবল ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়েই চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ জুলাই) দুপুরে চিকিৎসকের অবহেলায় শিশু রাইফা মৃত্যুর ঘটনায় হাসপাতালে অভিযান শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, র্যাব, ওষুধ প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে হাসপাতালের ল্যাবে ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করেন তারা। এসময় অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নবায়ন করা হয়নি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্র্রেট। এদিকে, শিশু রাইফা মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় গতকাল ডা. দেবাশীষ সেনগুপ্তকে চাকরি থেকে অব্যাহতি এবং চিকিৎসক শুভ্র দেবকে নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ম্যাক্স হাসপাতালে মারা যায় সাংবাদিক কন্যা শিশু রাফিদা খান রাইফা।