সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলো তানজিম

মানুষের প্রার্থনা, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলো এসিডদগ্ধ তানজিম আক্তার মালা (১৬)।

শনিবার রাত সাড়ে ৯টার রাজধানীর সিটি হাসপাতালের আইসিইউতে সে মারা যায়। গত ১৪ই মে দিবাগত রাতে নিজের ঘরে ঘুমন্ত তানজিম (১৬) ও তার ছোট বোন মারজিয়ার (৭) ওপর এসিড ছুড়ে মারে মহব্বত হাওলাদার নামের এক দুবৃত্ত। তানজিমদের বাড়ি ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে। পরদিন ভোলা সদর মডেল থানায় তানজিমের মা মামলা করেন।

এসিডে তানজিমের শ্বাসনালি পুড়ে যাওয়ার পাশাপাশি এক চোখ, এক কান ও নাকের খানিকটা গলে যায়। আরেক চোখের অবস্থাও ভালো ছিল না।

মুখ থেকে বুকের নিচ পর্যন্ত গভীরভাবে দগ্ধ হয়। চিকিৎসকেরা জানান, তানজিমের শ্বাসনালিসহ শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়। তানজিমকে প্রথমে রাজধানীর মিরপুরে এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর সিটি হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের আইসিইউতে ছিল তানজিম।

তানজিমকে এসিড ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার মহব্বত হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এসিড মারার কথা স্বীকার করে। এখন সে কারাগারে রয়েছে।