যে কারণে সীতাকুণ্ডের বিচে নামলেই হারাচ্ছে পর্যটকরা

যে কারণে সীতাকুণ্ডের- চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বিচের পানিতে নেমে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার যে স্থান থেকে তারা নিখোঁজ হন সে জায়গার পানির নিচ থেকে ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে।

আজ শনিবার (৭ জুলাই) দুপুর একটায় সাইফুল ইসলাম (২৪), একটা পনের মিনিটে মো. আলা উদ্দিন (২০) এবং দেড়টায় মো. ইয়াসিনের (১৮) লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, ‘বঙ্গোপসাগরের চ্যানেলটিতে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস মিলে শুক্রবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। যে স্থানে তারা ডুবে যায় সেখান থেকে তিনজনের লাশ তারা উদ্ধার করে।

‘একইজায়গায় বার বার দুর্ঘটনা ঘটার কারণ’ জানতে চাইলে তিনি বলেন, ‘যারা বাঁশবাড়িয়া বিচে বেড়াতে আসে তারা এই বিচ সম্পর্কে ভলোভাবে জানে না, এছাড়া এখানে বালির মধ্যে অসংখ্য গর্ত আছে, ভাটা অবস্থায় যেটা অত্যন্ত বিপদজনক। এখানকার মাটি পলি মাটি, বার বার নিষেধ করার পরও কেউ মানছে না।’

‘এছাড়া মাকিং চলাকালীন সময়েও অনেক পর্যটক পানিতে নামছে, নিষেধ করলে খারাপ ব্যবহার করে। তাছাড়া কোন একটি কোম্পানি নাকি এখান থেকে মাটি তোলায় অসংখ্য গর্তের সষ্টি হয়। এসব কারণে এখানে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান , ‘তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পর্যটকদের মৃত্যুর কারণ সর্ম্পকে তিনি বলেন, ‘উপজেলার বঙ্গোপসাগরের চ্যানেলটি পুরোটাই পলি মাটির। পলি মাটিতে এমনিতেই পা হাটু পর্যন্ত ডুবে যায়। অনেক পর্যটককে দেখা যায় প্রশাসনের নিষেধ অমান্য করে গভীরে চলে যায়। এছাড়া যারা এখানে ভেড়াতে আসেন অনেকে সাঁতারও জানে না। এসব কারণে মৃত্যু ঘটছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাঁশবাড়িয়া বিচে অনেক পোষ্টার, ব্যানার লাগিয়ে সচেতনতা মূলক দিকনির্দেশনা দিয়েছি। আগামী উপজেলা সভায় এখানে যাতে গ্রাম পুলিশ অথবা গার্ড দেয়া হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার ২৩ জনের একটি পর্যটক দল সাপ্তাহিক ছুটিতে বাঁশবাড়িয়া বিচে বেড়াতে আসে। সেখানে তারা ফুটবল, গল্প এবং ছবি তুলে সময় কাটায়।

বিকাল তিনটার দিকে দলের তিনজন সদস্য বঙ্গোপসাগরের চ্যানেলের পানিতে নেমে সাঁতার কাটতে থাকে। কোন একসময় তারা স্রোতের তোড়ে ভেসে যায়। পরে আজ তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ২১ জুন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দুই এইচএসসি শিক্ষার্থী রাজ ও ইমন বাঁশবাড়ীয়া বিচের একই জায়গা থেকে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর ২২ জুন তাদের লাশ উদ্ধার করা হয়।