বগুড়ায় যমুনার পানি – এম নজরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারনে আচমকা বৃদ্ধি পেতে শুরু করেছে যমুনার পানি।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, এই সংবাদ লেখা পর্যন্ত পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারনে মানুষের বসতীর ক্ষতি না হলেও ক্ষতি হচ্ছে অনেক ফসলের। আচমকা যমুনার ঢলের কারনে ফসল নিয়ে বিপাকে পরেছেন অনেক চাষীরা।
পাট ফসল পরিপক্ক হওয়ার আগেই হঠাৎ বন্যার কারনে তা কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। গবাদীপশু, আসবাবপত্র স্থানান্তর করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে দেখা গেছে সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে বসবাসরত মানুষেদের। তবে নদীর পানি বৃদ্ধির কারনে কিছুটা সুবিধা পেয়ে খুশী রয়েছেন স্থানীয় জেলেরা।
ইতিমধ্যে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন হার্ট পয়েন্ট এবং বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট একটি টিম।
উপজেলা প্রকল্প বাস্তয়ন অফিসার সারওয়ার আলম জানান, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আশা করছি, আগামীতে যেকোনো পরিস্থতি আমরা মোকাবেলা করতে পারবো।