অপোর শক্তিশালী ব্যাটারির নতুন ফোন

শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনছে অপো। ফোনটির মডেল অপো এ ফাইভ। নতুন ফোনটিতে থাকছে ৪২৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। যা ফোনটিকে দীর্ঘক্ষণ সচল রাখবে।

চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এর তথ্য মতে, অপো এ ফাইভে আছে ৬.২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৫২০x৭২০ পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

ফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি ইনবিল্ট মেমোরি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ছবির জন্য ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটাপ। যার একটি ১৩ মেগাপিক্সেলের। অন্যটি ২ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ফোনটি ১৩ জুলাই বাজারে আসবে। এর দাম হবে ২২৫ ডলার।