ববিতা তো সত্যজিৎ রায়ের নায়িকা: ফারুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-তে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় যৌথভাবে এ সম্মাননা পাচ্ছেন তারা। আজ ৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ এ সম্মাননা অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিবেন বিজয়িদের হাতে। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে কথা বলেন দুই কিংবদন্তী।

ববিতাকে নিয়ে ফারুক বলেন, ববিতা তো সত্যজিৎ রায়ের নায়িকা। আন্তর্জাতিক খ্যাতি আছে তার। ববিতার সঙ্গে আমার বেশ কিছু সুপারহিট ছবি আছে। যে বৈশিষ্ট্য অনেকের মধ্যে নেই, তা আমি ববিতার মধ্যে দেখেছি। সাধারণ জীবনেও তাঁর ব্যবহার অতুলনীয়। সবার থেকে একটু আলাদাই মনে হয়েছে ববিতাকে।

এদিকে সহকর্মী ফারুককে নিয়ে ববিতা বলেন, ফারুক ভাই তো অসাধারণ শিল্পী। প্রতিবাদী গ্রামের যুবকের চরিত্রে তার তুলনাই হয় না। আমি তার সঙ্গে যে কটি ছবিতে কাজ করেছি, সে অভিজ্ঞতা থেকে বলব, তিনি অনেক বড় শিল্পী। আমি যদিও ফারুক ভাইয়ের আগে চলচ্চিত্রে এসেছি, কিন্তু একসঙ্গে অনেক ছবিতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছি। একসময়ের সে নায়ক-নায়িকা এবার আজীবন সম্মাননা পাচ্ছেন-এটা নিঃসন্দেহে অনেক আনন্দের।