‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান আজ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ বিকাল ৪টায় বসবে তারার মেলা। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর পূর্বঘোষিত বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে রোববার।

পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম। আরো থাকবেন তথ্য সচিব আবদুল মালেক, বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি।

স্বাগত ভাষণ এবং বিশেষ অতিথির ভাষণের পর বিকাল ৪টা ২৫ মিনিটে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা এবং তাদের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহণ শেষে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্রের দুই প্রিয় মুখ আকবর হোসেন পাঠান (ফারুক) ও ফরিদা আক্তার (ববিতা) মঞ্চে বক্তব্য প্রদান করবেন।

এরপর সভাপতি ও প্রধান অতিথির ভাষণ শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে চলচ্চিত্রের ১০ শিল্পী নাচের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন আজীবন সম্মাননাপ্রাপ্ত দুই কিংবদন্তি ফারুক ও ববিতাকে। তাদের মধ্যে রয়েছেন রিয়াজ, আমিন খান, জায়েদ খান, পপি, ইমন, অপু বিশ্বাস, সাহারা, সিমলা, তমা মির্জা, সাইমন সাদিক প্রমুখ। জুটি বেঁধে মঞ্চে নাচবেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যপরিচালক হিসেবে থাকছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানের নৃত্য পরিবেশনার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মাসুম বাবুল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবেন চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা। আজীবন সম্মাননার বাইরে চূড়ান্ত তালিকা অনুযায়ী ২০১৬ সালে শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল), শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজাসহ (আয়নাবাজি) ২৪টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।