ঢাকা মাতাবে সত্তর দশকের জনপ্রিয় গানের দল

ঢাকায় আসছে সত্তর দশকের জনপ্রিয় গানের দল ‘বনি এম’। এর আগে ২০০১ সালে দলটি এলেও সাথে ছিলেন না প্রধান ভোকাল ও দলনেতা লিজ মিচেল। নব্বই মিনিট গান গাওয়ার জন্য ঢাকার মঞ্চ মাতাতে আসছে তারা। ১৩ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ আয়োজনে গান করবে তারা।

সবকিছু ঠিকঠাক থাকলে এদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গান করবে বনি এম। এমনটাই জানালেন আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্সের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী ফায়সাল আহমেদ।

এ বছর মে মাসে নতুন প্রজন্মের গায়িকা তাশফীর গান প্রকাশের দিন আভাস দেওয়া হয়েছিল, বাংলাদেশের গানপ্রেমী বন্ধুদের জন্য শিগগিরই দারুণ একটা আয়োজন করতে যাচ্ছে ক্রেইন্স। জুলাই মাসের শুরুতে এসে আর কোনো আভাস নয়, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, ঢাকায় আসছে সত্তর দশকের জনপ্রিয় গানের দল ‘বনি এম’। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফয়সাল আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রেইন্সের পক্ষ থেকে বলা হয়, ‘গেল বছর ১৬ মে আমাদের আয়োজনে এসেছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রিচার্ড মার্কস। এবার আমাদের আমন্ত্রণে আসছে বনি এম। আমাদের ইচ্ছা বাংলাদেশের সংগীতপ্রেমীরা সামনাসামনি বসে কিংবদন্তি এই গানের দলের পরিবেশনা উপভোগ করবে।’

অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। এর মধ্যে শুরু হয়েছে প্রি-টিকিট বুকিং। ক্রেইন্সের অফিশিয়াল ফেসবুক পেইজে গিয়ে এই বুকিং দেওয়া যাবে। টিকিটের দাম রাখা হয়েছে যথাক্রমে ১২ হাজার, ৪ হাজার ৮০০, ৩ হাজার ৫০০ এবং ২ হাজার টাকা।

বিশ্বব্যাপী বনি এমের বিক্রিত রেকর্ড সংখ্যা ৮ কোটিরও বেশি। দলটির আলোচিত গানের মধ্যে রয়েছে ড্যাডি কুল, মা বেকার, রাসপুটিন, ম্যারিস বয় চাইল্ড- ওহ মাই লর্ড ও রিভারস অব ব্যাবিলন।