‘আমিও চলচ্চিত্রে কাজ করতে চাই’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। বর্তমানে ব্যবসা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। এপ্রিলে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন পোশাক ব্যবসায়ে। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে তিনি তার ফ্যাশন হাউজ ‘সুজানাস ক্লোজেট’ চালু করেন। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। এটি বিশ্ববিখ্যাত মেকআপ ব্র্যান্ড ‘ইংলট’র সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান সুজানা। তিনি বলেন, এই ব্রান্ডের শুভেচ্ছাদূত আমেরিকান পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।
বাংলাদেশে সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘ইংলট’। রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হয়েছে এর শো রুম। আমি তাদের সঙ্গে কাজ করতে পারছি এটি আমার জন্য অনেক আনন্দের। ব্যবসা করা আমার একটি স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সততার সঙ্গে ব্যবসা করতে চাই। আমি বিশ্বাস করি সততার সঙ্গে ব্যবসা করলে আমার সফলতা আসবেই। গেল ঈদে এই অভিনেত্রীকে টিভি পর্দায় দেখা যায়নি। গেল কয়েক মাস কোনো নাটকেও অভিনয় করেননি বলে জানা যায়। তাহলে আগামীতে কি সুজানা শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন, নাকি ব্যবসায়ী সুজানা অভিনয়ও করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেবো না। শোবিজের কল্যাণে আজ সবাই আমাকে চেনে। আমি দর্শকের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। যে মাধ্যম থেকে আমার সফলতা শুরু সেটি থেকে নিজেকে আড়াল রাখতে চাই না। রমজানে আমি কোনো শুটিং করি না। এছাড়া রমজানের আগ মহূর্তে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে ঈদের কোনো নাটকে কাজ করা হয়নি। তবে আসছে ঈদের জন্য কাজ করবো। কি ধরনের গল্পে কাজ করতে এই অভিনেত্রী স্বাচ্ছন্দ্যবোধ করেন জানতে চাইলে বলেন, অভিনেত্রীই আমার পরিচয়। একজন অভিনেত্রী সব সময় চেষ্টা করেন ভালো মানের কাজ করতে। আমি কাজ নির্বাচনের ক্ষেত্রে সবসময়ই রুচিশীল। আমার কাছে ভালো কাজের অফার এলে আমি সানন্দ্যে গ্রহণ করবো। তাই সংখ্যা কম হলেও আমার প্রতিটি কাজই দর্শক গ্রহণ করেন। ছোট পর্দার অনেক অভিনেত্রী বড় পর্দায় নাম লিখিয়েছেন। কিন্তু সুজানা দারুণ জনপ্রিয়তায় থাকা সত্ত্বেও এখনো চলচ্চিত্রে কাজ করছেন না। চলচ্চিত্রে কাজ না করার বিশেষ কোনো কারণ রয়েছে? এই সম্পর্কে সুজানার ভাষ্য, চলচ্চিত্রে কাজ করার জন্য সব অভিনেত্রীর স্বপ্ন থাকে। আমিও চলচ্চিত্রে কাজ করতে চাই। কিন্তু আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী তেমন চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি না। আমাকে দিয়ে সব ধরনের চলচ্চিত্রে কাজ করানো সম্ভব হবে না। তবে এখন আমাদের নানা ধরনের গল্পের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে। হয়তো মনের মতো কোনো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সেই অপেক্ষায় আছি। শোবিজ দুনিয়ার বাইরে এই অভিনেত্রী সামাজিক কর্মকান্ডেও নিজেকে জড়িয়ে রেখেছেন। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিষ্ঠানে এতিম শিশুদের ভরণপোষণের দায়িত্ব রয়েছেন তিনি। এছাড়া তিনি উত্তরার একটি প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদেরও দেখাশোনা করছেন। সামাজিক কাজে যুক্ত থাকতে পেরে সুজানা বেশ উচ্ছ্বসিত। সময় পেলে শিশুদের দেখতে ছুটে যান তিনি। এ প্রসঙ্গে সুজানা বলেন, আমাদের প্রত্যেকে যদি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসি তাহলে সমাজ এবং দেশের উন্নয়ন সম্ভব। আমাদের আশে পাশে অনেক অনাথ শিশু দেখা যায়। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও সূস্থভাবে বাঁচতে পারে। সারা বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল উম্মদনায় ভাসছে। সাধারণ ফুটবল প্রেমিদের পাশাপাশি শোবিজ তারকাদেরও এই উম্মাদনায় মেতে থাকতে দেখা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে সুজানা ব্যতিক্রম বলে জানান। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার কোনো উম্মাদনা নেই। আমার নিয়মিত খেলাও দেখা হচ্ছে না। তবে আমি ক্রিকেট খেলা অনেক পছন্দ করি। কারণ ক্রিকেটে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে।