সাঁওতাল বিদ্রোহ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর মহাদেবপুরে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের সহায়তায় রাইগাঁ ইউনিয়ন আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে গত শনিবার ১৬৩ তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি জীবন কেরকেটার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য অজিত মন্ডল, সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফুলজান সিউস মারান্ডি,মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, দিলীপ পাহান , যোগেশ পাহান, সৃজল তিগ্যা, রাশেদা পারভিন প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসী ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ডাকবাংলোয় এসে শেষ হয়। অন্যদিকে কারিতাসের আইসিডিপি প্রকল্পের সহায়তায় পোরশাতেও আলোচনা সভা ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচগান পরিবেশনার মধ্য দিয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়।

উল্লেখ্য যে, ১৮৫৫ সালের ৩০ জুন বৃটিশদের বিরুদ্ধে সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল জনগোষ্ঠী যে আন্দোলন গড়ে তোলেন ইতিহাসে সেটিই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত।