কার্ড জালিয়াতি শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র

কার্ড ডালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ঋন প্রদানকারী সংস্থার বিরুদ্ধে, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী, একই সঙ্গে কসবা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি

পুলিশ সূত্রে খবর বেশ কয়েক বছর আগে ওই এনবিএফসি সংস্থা থেকে শ্রীলেখা ঋণ পরিষেবা নিয়েছিলেন । তাঁর নামে একটি ইএমআই কার্ড ও ইস্যু করেছিল ওই সংস্থা । তিনি সময় মত ঋণও পরিশোধ করেছিলেন । তারপর ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে থেকে প্রতি মাসে ৬,০০০ টাকা করে কেটেছিল ওই ঋণ প্রদানকারী সংস্থাটি । অভিযোগ, ওই সংস্থা থেকে তিনি পার্লার সহ বিভিন্ন ধরনের পরিষেবা নিয়ে থাকেন। এর ফলে প্রতি মাসে ৬ হাজার টাকা কেটে নিত ওই ঋণ প্রদানকারী সংস্থা। বিষয়টি কয়েক মাস পরে নজরে আসে অভিনেত্রীর। এর পরেই তিনি থানায় গিয়ে অভি‌যোগ দায়ের করেন।অভিনেত্রীর অনুমান, কার্ড প্রদানকারী সংস্থা ও বোসপুকুরের বেসরকারি সংস্থার কর্মীদের একাংশ চক্রান্তে জড়িত। শনিবার থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীলেখার দাবি তাঁর সই জাল করে ঋণ নেওয়া হয়েছে।