বৃদ্ধাশ্রমে যেতে বলায় নিজের ছেলেকে গুলি করে হত্যা করল মা

বৃদ্ধ হলেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাই ছেলে মেয়েরা। মা-বাবার কষ্ট গুলো বুঝতে চাইনা। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মারিকোপা কাউন্টির ফাউন্টেন হিলস শহরে বৃদ্ধাশ্রমে যেতে বলায় ছেলেকে গুলি করে হত্যা করেছেন ৯২ বছর বয়সী মা অ্যানা মে ব্লেসিং। ওই মার্কিন নারীকে বেশ কিছুদিন ধরেই কেয়ার হোমে পাঠাতে চাইছিলেন তার ছেলে। তাই ক্ষোভের বশে তিনি ছেলেকে হত্যা করেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আরিজোনায় ছেলে ও ছেলের বান্ধবীর সঙ্গে একই বাড়িতে থাকতেন অ্যানা মে। ছেলে তাকে সম্প্রতি একটি অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটিতে রেখে আসার পরিকল্পনা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সরাসরি ছেলের সঙ্গে কথা বলতে তার শোবার ঘরে যান অ্যানা মে। সঙ্গে করে ঘুমানোর পোশাকের পকেটে লুকিয়ে নিয়ে যান দুটি আগ্নেয়াস্ত্র।

ছেলের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ১৯৭০ এর দশকে কেনা একটি রিভলবার পোশাকের পকেট থেকে বের করে ছেলের দিকে গুলি ছোড়েন মা অ্যানা মে। ঘাড় এবং চোয়ালে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর ছেলের ৫৭ বছর বয়সী বান্ধবীর দিকে অ্যানা মে অস্ত্র তাক করেন। ওই সময় ধস্তাধস্তি করে তিনি অস্ত্রটি ঘরের এক কোনায় ছুড়ে ফেলতে সফল হন।

তখন আরেক পকেট থেকে অ্যানা মে বের করেন স্বামীর দেয়া পিস্তলটি। সেটাও কোনো ভাবে তার হাত থেকে ফেলে দিতে সক্ষম হন ছেলের বান্ধবী। তারপর তিনি ছুটে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় শেরিফের অফিসে পৌঁছে সব জানান।পুলিশ এসে অ্যানা মেকে শোবার ঘরের একটি চেয়ারে বসে থাকতে দেখেন। তাকে গ্রেপ্তার করে বের করে আনার সময় ছেলের মৃতদেহের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তুমি আমার জীবন শেষ করেছ, তাই আমিও তোমার জীবন শেষ করে দিলাম।’