ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশী যুবতী উদ্ধার!

ভারতে পাচার হওয়া- কাজ দেয়ার নাম করে পাচারের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবতীকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।

কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে মেয়েদের পাচার করার কাজে যুক্ত রয়েছে ভারতের একশ্রেণির পাচারচক্র।

পাচার হওয়া নারীদের অবশেষে কাজের পরিবর্তে আশ্রয় মেলে সে দেশের বিভিন্ন প্রান্তের নিষিদ্ধপল্লীতে। এই চক্রের বিরুদ্ধে নানাভাবে কাজ চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। তবুও বন্ধ করা যাচ্ছে না এই কারবার।

গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় ৩ অচেনা যুবতীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা গাইঘাটা থানায় খবর দেন। পুলিশ এসে ওই ৩ যুবতীকে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তিনজনেরই বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। তাদের নাম নার্গিস কাজি (২০), সোনিয়া খাতুন (২১) এবং রেশমা বেগম (২৭)।

তারা জানান যে, বাংলাদেশের এক ব্যক্তি ভারতে কাজের প্রতিশ্রুতি দিয়ে চোরাপথে তাদের এদেশে নিয়ে আসে। ওপারে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি অন্য এক ব্যক্তির হাতে তাদের তুলে দেয়। এরপর এই এলাকায় আসার পর ওই ব্যক্তি হঠাৎই উধাও হয়ে যায়।