দেশে ফিরেই ব্যস্ত অভিনয়ে

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান, দীর্ঘ পাঁচ মাস পর নিউ ইর্য়ক থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরার পর পরই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে।

গতকাল আসছে ঈদের জন্য ‘স্বপ্নগুলো তোমায় খুঁজে’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করলেন এই অভিনেত্রী। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এটিতে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সজল। এই নাটকে রিচিকে দেখা যাবে কবিতা চরিত্রে।

নাটকটি প্রসঙ্গে রিচি বলেন, “এটি একটি প্রেমের গল্পের নাটক। গল্পে আমাকে দেখা যাবে, চার বছর আগে একটি বিশেষ কারণে আমি বিদেশ চলে যাই। তারপর দেশে ফিরে আসি বোনের বিয়ের উদ্দেশ্যে।

দেশে এসে জানতে পারি এটি ছিল আমাকে দেশে ফেরানোর জন্য একটি নাটক। এভাবে গল্প এগিয়ে যায়। চয়নিকার সঙ্গে কাজ করতে অনেক ভালো লাগছে। নাটকটিও দর্শকের মনে দাগ কাটবে বলে আশা করছি।”

আসছে ঈদের আরো কয়েকটি নাটকে এই অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান তিনি। এরইমধ্যে বেশ কিছু নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছেন। এদিকে দ্বীপ্ত টিভিতে প্রচার হচ্ছে রিচি অভিনীত ‘নিউ ইয়র্ক থেকে বলছি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেছেন রহমতুল্লাহ তুহিন।

নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাঙালিদের গল্প নিয়ে এই ধারাবাহিকটি নির্মাণ হয়েছে। আগামীতে নতুন কোনো ধারাবাহিকে রিচি অভিনয় করবেন কিনা জানতে চাইলে বলেন, “এখন নতুন কোনো ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা নেই। আমার দুই সন্তান এখনো ছোট। তাদের সময় দিচ্ছি।”