যে গ্রামে ভাড়ায় বউ পাওয়া যায় অহরহ

সারাবিশ্বে প্রতিনিয়ত অবাস্থব আজব ঘটনা ঘটে থাকে যা মানুষকে অবাক করে দেয়।এবার একটি আজব ঘটনা সবসময় ঘটে থাকে এমন এক চিএ সোস্যাল মিডিয়ার সামনে এসেছে।শিরোনামটি শুনে হয়তবা অবাক হয়েছেন অনেকে এটা কিভাবে সম্ভব তবে এমন কান্ড সত্য যা সবসময় হয়ে থাকে অনেকেই বিয়ে করতে বেশ ঝামেলা মনে করেন। তাই বিয়ে না করে বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি গ্রামের গ্রামের পুরুষরা।

সাধারণত ধনী পরিবারের ব্যক্তিরা এসে শিবপুর গ্রামের মহিলাদের ভাড়া করে যান। ভাড়ার সময়সীমা এক মাস থেকে প্রায় এক বছর পর্যন্ত। বউ ভাড়া নেয়ার বিষয়টি আইনগতভাবে বৈধ করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেয় তারা।

প্রথা অনুযায়ী, সময়সীমা শেষ হয়ে গেলেও কোনও ব্যক্তি মহিলাদের স্বামীর সঙ্গে ফের চুক্তি করতে পারে। চুক্তি শেষ হয়ে গেলে মহিলাদের তাঁদের স্বামীর কাছেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

গ্রামের নিয়ম অনুযায়ী, কোনো নারীকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা নারী কেনাবেচার সমতুল্য। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গোয়ালিয়র ডিভিশনে এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।কারণ এই রেওয়াজ দীর্ঘদিনের। এলাকায় এ প্রথাকে ধাদিচা প্রথা হিসেবে আখ্যায়িত করা হয়।

তবে অনেক মহিলার সমস্যার মধ্যে পরতে হয় কেনা স্বামীর সন্তান চলে আসে গর্ভে।বেশির ভাগ মহিলারা এটা করে থাকেন সংসারে অভাব অনাটনের কারনে ।বর্তমানে এটি নিয়মে দারিয়েছে।