হেলিকপ্টারে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী মিজবাউদ্দিন ভূইয়া হেলিকপ্টারযোগে ঢাকা থেকে আজমিরীগঞ্জে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় একটি হেলিকপ্টার নিয়ে তিনি আজমিরীগঞ্জে পৌঁছেন। এর আগে তার সমর্থকরা সারা উপজেলায় মাইকিং করে হেলিকপ্টারযোগে প্রার্থী মিজবা ভূইয়া আসার কথা প্রচার করেন। তবে হেলিকপ্টারযোগে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন অন্যান্য প্রার্থীরা।
জানা যায়, আজমিরীগঞ্জের যুবলীগ নেতা আল আমিন হত্যা মামলার প্রধান আসামী মিজবাউদ্দিন ভূইয়া গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পান। এদিকে মিজবা ভূইয়ার পক্ষ থেকে সমস্ত উপজেলায় মাইকিং করে হেলিকপ্টারযোগে প্রার্থী মিজবা ভূইয়া আজমিরীগঞ্জ আসবেন এবং জনসভা করবেন বলে প্রচার করতে থাকলে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়। প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিনের পক্ষের লোকজন প্রতিবাদ করার প্রস্তুতি নিলে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে হেলিকপ্টারটি আজমিরীগঞ্জে না গিয়ে মিজবাহ ভূইয়ার বাড়ির পাশের কাকাইলছেও মাঠে গিয়ে অবতরণ করে। হেলিকপ্টার নামার পর মিজবাহ উদ্দিন ভূইয়া এবং নুরুল হক ভূইয়াকে ফুলের মালা দিয়ে বরণ করেন তাদের সমর্থকরা। পরে কাকাইলছেও মাঠে জনসভা মিজবাউদ্দিন ভূইয়া বক্তৃতা করেন।
উল্ল্যেখ্য, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া ও বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল মনোনয়ন দাখিল করেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী মরহুম আতর আলী চেয়ারম্যানের ছোট ছেলে মো. আলাউদ্দিন মিয়া ও ভাতিজা স্বাধীন মিয়া। গত ৩০শে এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মৃত্যুবরণ করেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫শে জুলাই এ উপজেলায় উপ-নির্বাচনের তারিখ ধার্য করে।
এ ব্যাপারে আওয়ামীলীগ প্রার্থী মিজবাউদ্দিন ভূইয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন মিয়া জানান, নির্বাচন কমিশনকে এ বিষয়টি জানানো হয়েছে। আশা করি নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিবেন।