বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধ্বসে একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টায় উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামক স্থানে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাইয়ার আগা এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের মেয়ে হালিমা আক্তার (৩)।
নিহত হানিফের পার্শ্ববর্তী বাসিন্দা মো. শহিদুল ইসলাম মাষ্টার জানান, দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। সে সময় হানিফ স্ত্রী ও মেয়েকে নিয়ে মাটির ঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন। হানিফের বসত বাড়ি হতে অন্তত পাঁচশত হাত দূরে বড় পাহাড়।
ভারী বৃষ্টিতে দূর হতে পাহাড় ধ্বসে গড়িয়ে এসে তার বসতবাড়িতে আঘাত করে। সাথে সাথে ভিজে মাটির দেয়াল তাদের গায়ের উপরে পড়লে ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় হানিফ, তার স্ত্রী ও মেয়ে মারা যায়।
নিহতদের লাশ উদ্ধারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইউপি মেম্বার আশ্রাফ আলী জানান, বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন পথের মাঝামাঝি রয়েছি। লামা সুয়ালক সড়কের রাস্তার পাশে ব্যাপক পাহাড় ধ্বস হয়েছে।