জাতীয় চলচ্চিত্র পুরস্কার: এবার বাড়ছে সোনার ক্যারেট

আগামী ৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অনুষ্ঠান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭’-এর আয়োজন।

আর এবার সম্মাননার জন্য তৈরি মেডেলের সোনার ক্যারেট বাড়ছে। নিয়মিতই ১৮ দেওয়া হলেও এবার এটা হচ্ছে ১৯ ক্যারেট! বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ও চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন মোহাম্মদ আজহারুল হক।
তিনি বলেন, ‘এবার ১৯ ক্যারেটের সোনার মেডেল তৈরি করা হয়েছে। সাধারণত ১৮ ক্যারেট দেওয়া। মেডেলের গুণগত মান জানতে এবার আণবিক কেন্দ্র থেকে এগুলো পরীক্ষা করিয়ে আনিয়েছি।’

এদিকে জাতীয় চলচ্চিত্রের সোনার মেডেল ও পিতলের ট্রফিতে মরিচা পড়া নিয়ে বেশ সমালোচনা চলছে।
বিষয়টির প্রসঙ্গে এই কর্মকর্তা আরও বলেন, ‘গত কয়েকদিন ধরেই বিষয়টির সমালোচনা হচ্ছে। আমরাও এটি নিয়ে কাজ করছি। এটা একটা জাতীয় সম্মানের বিষয়। কোনোভাবেই মেডেল বা ট্রফি এমন কিছু হওয়া উচিত নয়। বিষয়টি সচিব মহোদয় অবগত হয়েছেন। আমরা আগামীকাল একটি মিটিং করব। আর এ কারণে আসন্ন পুরস্কার বিতরণী নিয়ে আমরা আরও সতর্কতার সঙ্গে কাজ করছি।’

গত ৩০ জুন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার মেডেলে মরিচা!’ শিরোনামের সংবাদ প্রকাশ করে।
যেখানে দেশের বর্ষীয়ান সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান, পরিচালক শেখ নিয়ামত আলী ও গীতিকবি রফিকউজ্জমানের সোনার পদকে মরিচা পড়ার বিষয়টি তুলে ধরা হয়।
মাহফুজুর রহমান খান বলেছিলেন, ‘এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। কী হবে কথা বলে, আমাকে সম্মানে ভূষিত করা হয়েছে- এটাই তো যথেষ্ট! যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া উচিত!’
এরপর ২ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফিতেও মরিচা, পাওয়া গেল আরও মেডেল!’ শিরোনামের আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে আটবার জাতীয় চলচ্চিত্রে পুরস্কৃত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সাতবারের পুরস্কার পাওয়া শিল্প নির্দেশক উত্তম গুহ, চারবারের পুরস্কৃত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও নির্মাতা তানভীর মোকাম্মেলসহ আরও বেশ কয়েকজনের ট্রফি ও মেডেলে মরিচা পড়ার কথা তুলে আনা হয়।
গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, ‘জাতীয় পুরস্কারগুলোর অবস্থা শোচনীয়। এগুলো ছাড়াও আমার কাছে শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পুরস্কার আছে। সেগুলো বেশ ভালো আছে। আমার তো মনে হয়, সরকারিগুলো দায়সারাভাবে ও সঠিক উপাদানে তৈরি নয়। যার ফলে এখন মরিচাসহ নানা ধরনের বিষয় সামনে আসছে।’
উল্লেখ্য, আগামী ৮ জুলাই ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে এ সম্মাননা দেওয়ার কথা রয়েছে।