এ তারকাদের প্রতিদিনের আয় কত?

খ্যাতির পাশাপাশি দিন প্রতি আয়টাও মন্দ নয় বলিউড তারকাদের। বলিউড তারকা শাহরুখ, সালমান, আমির কিংবা অক্ষয়- পারিশ্রমিকের দিক দিয়ে কেউ কম যান না কারও থেকে। সিনেমার শুটিং কিংবা টিভি বিজ্ঞাপন সব মিলিয়ে তারকাদের দিনপ্রতি আয়ের হিসাব করেছে ভারতীয় গণমাধ্যম। এক নজরে জেনে নিন দিনে কত আয় করে আপনার প্রিয় তারকা!

১. আমির খান:
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এক দিনের পারিশ্রমিক বেশ চড়া, প্রায় ৪ কোটি টাকার মতো।

২. শাহরুখ খান:
কিং খানের এক দিনের রোজগার ২-৩ কোটি টাকা।

৩. অক্ষয় কুমার:
অক্ষয়ের পারিশ্রমিক বেশ চড়া। এক দিনের কাজের জন্য প্রায় ২ কোটি টাকার মতো নেন খিলাড়ি কুমার।

৪. সালমান খান:
সালমান বলিউডের অন্যতম বড় নাম। তার এক দিনের আয় প্রায় ১.৫ কোটি।

৬. অমিতাভ বচ্চন:
অমিতাভ চিরতরুণ মেগাস্টার। এই বয়সেও এক দিনের কাজের জন্য ১-১.৫ কোটির মতো দর হাঁকেন বিগ বি।

৭‌. রণবীর কাপুর:
বলিউডের হার্টথ্রব রণবীর। শোনা যায়, এক দিনের কাজের জন্য ১.৫ থেকে ২ কোটি টাকার মতো দর হাঁকেন এ তারকা।

৮. হৃতিক রোশন:
গ্রিক দেবতাদের মতো চেহারা হৃতিকের। প্রথম ছবি থেকেই তারকার মর্যাদা পাওয়া হৃতিক এক দিনের কাজের জন্য ১.২৫ কোটি থেকে দেড় কোটির মতো পারিশ্রমিক নিয়ে থাকেন।

৯. শহিদ কাপুর:
শহিদের এক দিনের কাজের পারিশ্রমিক ১ কোটি টাকার মতো।

১০. ইমরান খান:
এক দিনের কাজের জন্য ইমরান খান ১ অথবা ১.২৫ কোটি টাকা নিয়ে থাকেন।

১১. সাইফ আলি খান:
তিনি পতৌদির নবাব হতে পারেন, কিন্তু দৈনিক পারিশ্রমিকে সাইফ অন্যান্য তারকাদের থেকে একটু পিছিয়ে। এক দিনের কাজের জন্য তিনি পান ৬৫ থেকে ৭৫ লাখ টাকার মতো।

১২. সঞ্জয় দত্ত:
মুন্নাভাইয়ের পারিশ্রমিক অপেক্ষাকৃত কম। তিনি এক দিনের কাজের জন্য ৪০-৫০ লক্ষ টাকার কাছাকাছি গ্রহণ করেন।

১৩. জন আব্রাহাম:
এক দিনের কাজের জন্য ৪০-৫০ লক্ষের মতো পারিশ্রমিক নেন জন আব্রাহামও।

১৪. অজয় দেবগন:
দৈনিক কাজের পারিশ্রমিক হিসেবে ১ থেকে দেড় কোটি টাকার মতো নেন অজয়।