সব রেকর্ড গুড়িয়ে ইতিহাস গড়ল ‘সাঞ্জু’

বলিউডের সব রেকর্ড ভেঙে দিল রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’। রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিলো ছবিটি। মুক্তির ৭২ ঘন্টা না যেতেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি। অন্যদিকে একদিনের আয়ের দিক দিয়ে বহুল আলোচিত ও ব্যবসাসফল ‘বাহুবলি টু ’ সিনেমাকেও পেছনে ফেলেছে সঞ্জয় দত্তের জীবনি নিয়ে নির্মিত সিনেমাটি।

মুক্তির প্রথমদিনে সিনেমাটি আয় করেছে ৩৪.৭৫ কোটি রুপি। ২০১৮ সালে মুক্তি পাওয়া সব ছবির মধ্যে প্রথমদিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি।

বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টু্ইটারে লিখেছেন, একদিনে আয়ের দিক থেকে ‘সাঞ্জু’ সিনেমাটি রেকর্ড গড়েছে। মুক্তি পাওয়ার প্রথম দিনে ‘সঞ্জু’ আয় করেছে ৩৪.৭৫ কোটি টাকা। আর ভারতে ছুটির দিন রোববার প্রায় ৩৯ কোটি টাকার ব্যবসা করে সবমিলিয়ে ১১২.৭৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।

এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এখানে সঞ্জয়ের চরিত্র ছাড়াও তার বাবা সুনীল দত্তের চরিত্রকেও তুলে ধরা হয়েছে।

এছাড়াও বেস্ট ফ্রেন্ড কমলেশ ওরফে কামলির ভূমিকায় অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ভিকি কৌশল। আর বিভিন্ন চরিত্রে সোনম কাপুর, দিয়া মির্জা, অানুশকা শর্মা ও মণীশা কৈরালার অভিনয়ও ছবিতে অন্য মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, ভারতের প্রায় চার হাজার এবং বিশ্বের ৬৫টিরও বেশি দেশের ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাঞ্জু’ সিনেমা। ফক্স স্টার স্টুডিওর সঙ্গে এ সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া।