সিনিয়রদের চরিত্র নিয়ে কেউ ভাবে না: পপি

১৯৯৭ সালে ওমর সানীর বিপরীতে ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সাদিকা পারভীন পপি। অভিনয় করেছেন প্রায় শতাধিক ছবিতে। যেগুলোর বেশিরভাগই হিট। অভিনয় দক্ষতা দেখিয়ে তিন বার জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই বার পেয়েছেন বাচসাস পুরস্কারও।

বিংশ শতাব্দীর শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে পপির জুটি বেশ দর্শকনন্দিত ছিল। একসঙ্গে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তারা। কিন্তু হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান শাকিল খান। পরে রিয়াজ, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেও মোটামুটি সাফল্য পান তিনি।

কিন্তু সেটি বেশিদিন ধরে রাখতে পারেননি। শাকিল খানের মতো মাঝখানে হারিয়ে যান পপিও। দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি আবারও পুরোদমে অভিনয়ে ফিরেছেন। গত বছরের কোরবানীর ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘সোনাবন্ধু’। আরো বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। বর্তমান ফিল্ম ইন্ড্রাস্ট্রি নিয়ে কথা বলেন পপি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে এ অভিনেত্রী জানান, আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে অনেক সমস্যার মধ্যে একটি হচ্ছে সিনিয়রদের চরিত্র নিয়ে কেউ ভাবে না। অন্যদিকে বাজেট সমস্যাও একটা বিষয়। আমার সঙ্গে যে চরিত্রগুলো যাবে দেখা গেল সে ধরনের চরিত্রে কাজের প্রস্তাব কম আসে। আর যেগুলো আসে সেগুলো আজকের অবস্থানের পপির সঙ্গে যায় না। তাই অভিনয়ও করা হয় না।

তাহলে বলতে চাচ্ছেন আমাদের চলচ্চিত্রে সিনিয়র শিল্পীদের প্রাপ্য মর্যাদা দেয়া হয় না? এমন প্রশ্নের জবাবে পপি বলেন, আমি আসলে তেমনটি বলিনি। বলেছি আমাদের চলচ্চিত্রে সিনিয়র শিল্পীদের চরিত্র নিয়ে তেমন ভাবা হয় না। তাদের যে ধরনের চরিত্রে মানাবে সে ধরনের চরিত্র নিয়ে রিসার্চও করা হয় না। আমাদের এখানে এখন অনেক সিনিয়র শিল্পী রয়েছেন। যারা নিয়মিত কাজ করতে চান। অথচ তাদের নিয়ে কেউ ভাবছেন না। পরিচালকরাও তাদের নিয়ে ভাবেন না।