২০১৬ সালে অনুষ্ঠিত ময়মনসিংহের ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে মিছিল করতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান গৌরীপুর উপজেলার অসুস্থ্য আওয়ামী লীগ নেতা হোসেন আলী (৫৬)। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা করা হলেও হোসেনের দুটি পা ধীরে ধীরে অচল হয়ে পড়ে। কিন্তু টাকার অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। নিরুপায় হয়ে হোসেন আলী প্রধানমন্ত্রী বরাবর আর্থিক সাহায্যের আবেদন করেন।
পরে স্থানীয় এমপি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস ও আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলমসহ দলীয় নেতাদের সুপারিশ ও প্রচেষ্টায় চলতি বছরের ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ হতবিল থেকে এককালীন ৩০ হাজার টাকা অনুদান মঞ্জুর হয়। কিন্তু চেক উত্তোলন করতে গিয়ে দেখেন আরেক হোসেন আলী চেক উত্তোলন করে নিয়ে গেছেন। কে এই হোসেন আলী প্রতারক- এ নিয়ে তোলপাড় চলছে এখন প্রশাসনে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন বলেন, অভিযোগ উঠার পর অনুদানের টাকা উত্তোলনের বিষয়টি আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কে প্রকৃত হোসেন আলী সেটা শনাক্ত করার চেষ্টা চলছে। প্রতারণার বিষয়টি প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।