আমার মনে এখনো ক্ষীণ আশা আছে…

আমি যদি আমার ও ইরিনা শায়াকের (আমার অন্যতম প্রিয় মডেল) সুইমস্যুটের ছবির নিচে ধেয়ে আসা মন্তব্যের ভিন্ন ভিন্ন স্ক্রিনশট পোস্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও এমনকি মৌলিক অনুধাবন ক্ষমতার দিক থেকে আমরা কতটা পিছিয়ে।

প্রায়ই মানুষ আমাকে জিজ্ঞেস করে, ‘কী মনে হয় আপনি কী ভুল জায়গায় জন্ম নিয়েছেন?’ সবসময় আমি খুব জোরে হেসে উত্তর দেই, না, একজন বাংলাদেশি হতে পেরে আমি সত্যিই গর্বিত।

হ্যাঁ, গড়পড়তা বাংলাদেশির মস্তিষ্ক প্রচণ্ডভাবে জাজমেন্টাল এবং হ্যাঁ সবজায়গায় ভণ্ডামি। এবং হ্যাঁ বাংলাদেশি পুরুষ (এবংদুর্ভাগ্যক্রমে অসংখ্য নারী!) এমন একজন নারীকে মেনে নিতে পারে না যার নিজের জীবন, আর্থিক অবস্থা এমকি সে কী পরছে তার ওপর পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণ আছে।

তারপরও আমার মনে এখনো ক্ষীণ আশা আছে যে একদিন আমাদের দেশের মানুষও সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার জানতে পারবে, কীভাবে অন্যকে সম্মান দেখাতে হয় শিখতে পারবে। তারা এমন মানুষের প্রতি সদয় আচরণ করবে যাদের সঙ্গে জীবনে কখনো সাক্ষাৎ হবে না এবং এটা করবে শুধু নৈতিক সদগুণের কারণে।