যাত্রাবাড়ীতে বৃদ্ধার ‘আত্মহত্যা’

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজীরবাগে আমিরুন বেগম (৯০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন স্বজনরা।

বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন স্বজনরা।

তারা জানান, আমিরুন বেগম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত মিনাজ বিশ্বাসের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বড় ছেলে ফরিদ বিশ্বাসের সঙ্গে মীরহাজীরবাগ শহীদ ফারুক রোডের ১১/৩ নম্বর টিনসেড ভাড়া বাড়িতে থাকতেন।

ছেলে ফরিদ জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে কাজে বের হয়েছিলেন। পরে স্ত্রী ফোন করে জানান তার মা ফাঁস দিয়েছেন। এ খবর পেয়ে তিনি ঢামেক হাসপাতালে ছুটে আসেন।

বৃদ্ধার ছেলের বউ আয়শা জানান, সকালে রান্নাঘরে বসে শাশুড়ির সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। এর কিছুক্ষণ পরে আমিরুন তাকে রেখেই রুমের ভেতর চলে যান। অনেক্ষণ ওই রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, শাশুড়ি ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে অানলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।