সোমবারের রাশিফল

আজ ২ জুলাই, ২০১৮। জেনে নিন আপনার আজকের রাশিফল-

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্দা দেখা দেবে। পারিবারিক পরিবেশ ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে বিরোধ হতে পারে। জীবন সঙ্গীর সাহায্য পাবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা বাধা বিপত্তির। কোনো মূল্যবান দ্রব্য চুরি বা খোয়া যেতে পারে। মানসিক ভাবে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন। উচ্চ রক্তচাপে ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। বাহিরে কোনো বন্ধুর সাথে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা।

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভালো যাবে। আজ প্রিয়জনের সাথে দীর্ঘ সময় একান্তে কাটাতে পারবেন। সন্তানের পড়াশোনা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা কমে আসবে। আজ শিল্পী ও সাহিত্যিকদের সম্মান বৃদ্ধির দিন। কোনো সামাজিক অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কটের জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়।কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত থাকতে পারেন। রাজনৈতিক নেতাদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ হতে পারে। পারিবারিক দিক ভালো যাবে। আপনার প্রত্যাশা পূরণের সম্ভাবনা। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। সর্বাবস্থায় আপনাকে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ছোট ভাই বোনের সাথে কোনো বিষয়ে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। প্রাপ্ত যে কোনো তথ্য ভালো ভাবে যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন। প্রতিবেশীর সাথে কোনো কাজে অংশ নিতে পারেন। বস্ত্র ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি লাভদায়ক। ব্যক্তি ঋণের টাকা আদায় হতে পারে। আজ আত্মীয়র বাড়িতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দিনটি লাভজনক। ব্যবসায়ীদের খরা কিছুটা কাটতে চলেছে। আজ প্রেমিক-প্রেমিকার দিনটি ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ শান্তি বাড়বে। স্ত্রীকে নিয়ে কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ভালো আয় হবে। সাংসারিক বিষয়ে জীবন সাথীর কোনো পরামর্শ সুফল বয়ে আনতে পারে। নব দম্পতিদের দিনটি ঘোরাঘুরিতে কেটে যাবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ব্যয় বহুল যাবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় হতে পারে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার অবসান আশা করতে পারেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বন্ধুদের সাথে দেখা করার যোগ প্রবল। বাড়ীতে বড় ভাই এর আগমন হতে পারে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা। আজ অফিস থেকে তাড়াতাড়ি এসে পরিবারে বেশী সময় দিতে পারেন। ব্যবসায়ীর কোনো আলোচনায় লাভবান হবার সম্ভাবনা।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ প্রত্যাশা পূরণের দিন। যানবাহন ক্রয় করতে পারেন। সাংসারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায় কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। অস্থিরতা চঞ্চলতা কমে আসবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের যোগ প্রবল। ভাগ্য উন্নতিতে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। পরীক্ষার্থীরা পড়াশোনায় ব্যস্ত থাকবেন। রোমান্টিক বিষয়ে কোন ভালো সংবাদ আশা করা যায়। উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো কাজে জড়িত হতে যাচ্ছেন। কোনো শিক্ষকের সাহায্য পেতে চলেছেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। পাওনাদারের তাগাদা পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। ঋণ গ্রহণের প্রয়োজন হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে শারীরিক আঘাতের আশঙ্কা প্রবল। শেয়ার ব্যবসায় লোকসানের আশঙ্কা।