‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর। নব্বইয়ের দশকের সেই সময়ের প্রেমের গল্পগুলো নাকি সহজ ছিল! এই সময়ে এসে তাই সেই প্রেমের গল্প নিয়ে প্রশ্ন তুলেছেন অনিল-কন্যা সোনম কাপুর। তাঁর ভাষায়, সত্যিকারের প্রেমের গল্প সহজ হয় না। তার মধ্যে কোনো নাটক তো থাকতেই হবে। না হলে প্রেমের অনুভূতি কী করে আসবে?
তবে সোনম এ কথা বলেছেন তাঁর নতুন ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগাতে। ছবির টিজারেই পুরোনো প্রেম নিয়ে সোনমের এই মন্তব্য। টিজারে দেখা যায়, অনিল কাপুর ও মনীষা কৈরালা অভিনীত ১৯৪২: আ লাভ স্টোরি ছবির গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা গানের দৃশ্যে অনিল কাপুর ঠোঁট মেলাচ্ছেন। তারপরেই বলা হলো, তখন প্রেমের গল্পগুলো ছিল সরল। ঠিক পরেই দেখা যায়, পাঞ্জাবি কন্যা সুইটি চৌধুরীর (সোনম কাপুর) ২০১৮-তে এসে খটকা লাগে এই প্রেমে। তাঁর মনে হলো, তাই কী? সত্য প্রেমের গল্পে নাটক না থাকলে হয়? প্রেমের অনুভূতি বুঝতেই তো নাটক থাকা চাই।
সহজ প্রেমের গল্প নয়, নাটকে ভরা প্রেমের গল্প নিয়ে ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। অনিল-কন্যা সোনম কাপুর তাঁর এই ছবি নিয়ে হাজির হচ্ছেন খুব শিগগির। পিতার রোমান্টিক গানের কলি দিয়েই ছবির নাম। শুধু তা-ই নয়, বাপ-বেটিকেও প্রথমবারের মতো দেখা যাবে এই ছবিতে। থাকবে নব্বইয়ের দশকের মনীষা কৈরালা ও অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সেই গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার রিমেকও। সোনম কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা যাবে আরেক উদীয়মান তারকা রাজ কুমার রাওকে। অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে।
ছবিটির শুটিং হচ্ছে পাঞ্জাবের পাতিয়ালার একটি বাড়িতে। পাঞ্জাবের লোকজ সংস্কৃতির ছোঁয়া থাকবে ছবিজুড়ে। এখন জোর শুটিং চলছে। এমনটাই জানালেন ছবির পরিচালক শেলি চোপড়া ধর। ফক্স স্টার স্টুডিওর সহযোগিতায় ছবিটির প্রযোজক রাজকুমার হিরানি ফিল্মস ও বিনোদ চোপড়া ফিল্মস। মুক্তি পাবে ১২ অক্টোবর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।