‘মুল্ক’-এর টিজারে দেশদ্রোহী ঋষি কাপুর

আপনি একজন দেশদ্রোহী এবং আপনি ও আপনার পরিবারের ওপর এ অভিযোগ আছে- ‘মুল্ক’ টিজার শুরুই হয়েছে এই ডায়লগ দিয়ে। ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে এই সিনেমার মূল বক্তব্য ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, এটা একটা আদালতকক্ষের ভেতরের গল্প।

‘মুল্ক’ ছবিতে ঋষি কাপুর একজন দেশদ্রোহীর ভূমিকায় এবং তাপসী পান্নু একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন।

এ ছাড়াও ছবিটিতে আছেন নীনা গুপ্তা, রজত কাপুর, প্রতীক বাব্বর এবং আশুতোষ রানা।

টিজার দেখে বোঝা যাচ্ছে, মুরাদ আলী মুহাম্মদের (ঋষি কাপুর) গল্প অবলম্বনে ‘মুল্ক’ সিনেমা তৈরি হয়েছে, যাকে পরিবারসহ দেশদ্রোহীর আখ্যা দেওয়া হয়েছে। তাঁকে বাঁচাতে এগিয়ে এসেছেন আইনজীবী তাপসী পান্নু।

সিনেমার গল্প যাঁকে ঘিরে, টিজারে তাঁর কথাও উল্লেখ করা হয়েছে। প্রোমোতে যেটুকু বুঝা গেছে, এই সিনেমার প্লট খুবই জোরালো। ছবিটি পরিচালনা করেছেন ‘তুম বিন’-খ্যাত পরিচালক অনুভব সিনহা।

টিজার দেখে তাপসীর ২০১৬ সালের ‘পিঙ্ক’ সিনেমার কথা মনে পড়ে। সেটাও একটা আদালতকক্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তবে সে ক্ষেত্রে তাপসী পান্নু ছিলেন সাক্ষীর ভূমিকায়।

ছবিটি প্রসঙ্গে তাপসী পান্নু আগেই জানিয়েছিলেন, এটা একটা সোশাল থ্রিলার এবং আমি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে আছি। এটা খুবই ভালো গল্প এবং এই ধরনের সিনেমা একজন অভিনেতা হিসাবে আমাকে বেড়ে উঠতে সাহায্য করবে।

সিনেমায় ঋষি কাপুরের স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। তিনি বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছিলেন, এটা একটা উল্লেখযোগ্য সিনেমা এবং এই ধরনের পরীক্ষামূলক সিনেমার অংশ হতে পেরে আমি খুবই খুশি।

আগামী ৩ আগস্ট ‘মুল্ক’ মুক্তি পাবে।