গরুর পেটে বাঘের বাচ্চা এক বিরল দৃষ্টান্ত

মুন্সি দরুদ :- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাজীপাড়া গ্রামে শেরআলি শেখের পালিত গরু আজ ৩০ জুন শনিবার সকাল ৮:৩০ মিনিটে প্রসব হয় । তবে কোনো সুস্থ, সবল (গরু) বাছুর গরুটির পেট হতে প্রসব হয়নি । একটি বিরল রকম মৃত প্রানী ক্ষত্র-বিক্ষত অবস্থায় প্রসব হয়েছে । যার কোনো মাথা নাই, একটি কান গজিয়েছিল । তবে দেহের গঠন অনেকটাই বাঘের মতো । গায়ে বাঘের মতো আংশিক চাকা চাকা দাগ দেখা গেছে । গায়ে বড় বড় লোম বেশি রয়েছে । লম্বায় অনেকটা বাঘের মতো । প্রানীটিকে দেখতে জনতার ঢল দেখা গেছে । কাজীপাড়া গ্রামে এটি এক বিরল দৃষ্টান্ত ।